
‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বের পঞ্চম দূষিত শহর ঢাকা

কমেন্ট বক্স

সপ্তাহের বেশিরভাগ দিনই দূষণের মাত্রা "খুব অস্বাস্থ্যকর" থেকে "বিপজ্জনক" পর্যায়ে পৌঁছেছে বলে ঢাকার বায়ুর গুণমান বিশ্বের সবচেয়ে খারাপ স্থান পেয়েছে। শহরটি বছরের পর বছর ধরে খারাপ বায়ুর গুণমানের সাথে লড়াই করেছে, বিশেষ করে শীতের মাসগুলিতে, ক্রমাগতভাবে সবচেয়ে খারাপ বায়ু দূষণের শহরগুলির বিশ্বব্যাপী তালিকায় শীর্ষে রয়েছে।

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেট ও নুপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি প্রিন্টিং প্রেসসহ প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে আরও কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের।

বিশ্বের ১২৪ নগরীর মধ্যে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বায়ুদূষণে পঞ্চম স্থানে আছে ঢাকা। আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ১৮৬। বায়ুর এই মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। আজ বিশ্বে বায়ুদূষণে ৫৩১ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।
